এইচএসসি ফলাফল ২০২৪ (নম্বরসহ মার্কশিট দেখুন)
মার্কশিটসহ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪
উচ্চ মাধ্যমিক এইচএসসি ফলাফল ২০২৪ দেখার নিয়ম। এইচএসসি (HSC) ফলাফল ২০২৪ নম্বরপত্রসহ মার্কশিট দেখুন। আজ আমরা আলোচনা করবো বহুল প্রতীক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সম্পর্কে। যারা ২০২৪ সালে এইচএসসি ও সমন পরীক্ষায় অংশগ্করহন করেছেন এবং ইতোমধ্যে পরীক্ষার ফলাফলটি দেখেছেন অথবা দেখেননি। এখন মার্কশিট অর্থাৎ নম্বরপত্রসহ ফলাফলটি দেখতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন। এই আর্টিকেলের মাধ্যমে আপনি মার্কশিট সহ পরীক্ষার রেজাল্টটি দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
এইচএসসি ফলাফল ২০২৪
এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয় ৩০ জুন এবং ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে ছাত্র আন্দলনের কারনে ১৬ জুনের পর পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আর কোন পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে এবারের রেজাল্ট সাবজেক্ট মাপিং নিয়মে হয়েছে দেশের টি কেন্দ্রে টি কলেজের প্রায় ১২ লক্ষ ৩ হাজার ২৭৫ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে একজন ছাত্রী এবং একজন ছাত্র ছিল। পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পর পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে আজ ৮ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বুধবার। যেখানে পাশের হার ৮১.৫৯%। সারা দেশের জিপিএ-৫ ২৪,৮৫৫ পেয়েছে এত জন শিক্ষার্থী।
মার্কশিটসহ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪
সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে শিক্ষার্থীদের রেজাল্ট বা ফলাফল দেখার পালা। কিন্তু অনেক শিক্ষার্থী ফলাফল দেখার নিয়ম সম্পর্কে অবগত নন এবং ফলাফলটি দেখতে পাচ্ছেন না। আমরা আপনাদের উদ্দেশ্যে ফলাফল দেখার নিয়ম খুব সহজে জানিয়ে দিব।
নাম্বারসহ মার্কশিট দেখুনঃ এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ (সকল বোর্ড)
অনলাইনের মাধ্যমে এইচএসসি মার্কশিটসহ ফলাফল
যেকোনো স্মার্ট ডিভাইস অর্থাৎ স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কয়েকটি ধাপ পেরিয়ে আপনি অনলাইন হতে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন। রেজাল্ট দেখার ক্ষেত্রে আপনাকে নিচে প্রদর্শিত কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা ওয়েবসাইটে www.educationboardresults. এবং eboardresults.com প্রবেশ করুন
২. প্রথমে Examination-এর জায়গায় HSC/ALIM/EQUIVALENT সিলেক্ট করুন
৩. এবার পরীক্ষার YEAR বা বছর ২০২৩ সিলেট করবেন
৪. এরপর আপনার ”ROLL” রোল নম্বর দিন
৫. রোল নম্বর এরপর ”REG” রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিন
৬. সর্বশেষে ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে ”SUBMIT” বাটন চাপুন
মেসেজ/এসএমএস এর মাধ্যমে HSC রেজাল্ট বের করার নিয়ম
অনলাইন হতে রেজাল্ট চেক করতে গেলে অনেক সময় সার্ভার লোড বা কিছু ঝামেলায় পড়তে হয়। আর সেই ঝামেলা কাটিয়ে উঠতে রয়েছে আরও একটি রেজাল্ট দেখার অপশন। তা হচ্ছে মোবাইলে মেসেজ বা এসএমএস পাঠিয়ে রেজাল্ট দেখা। কিভাবে এসএমএস পাঠিয়ে রেজাল্ট দেখবেন তা নিচে দেখানো হলো;
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য:
HSC<>বোর্ডের নামের ১ম ৩ অক্ষর<>রোল>সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে
উদাহরন; HSC DHA 1362788 2024 and Send To 16222
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য:
HSC<>MAD<><>রোল>পরীক্ষার সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে
উদাহরন; HSC MAD 1362788 2024 and Send To 16222
টেকনিক্যাল বোর্ডের জন্যঃ
টেকনিক্যাল বোর্ড:
HSC<>TEC<>রোল<>পরীক্ষার সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে
HSC TEC 1362788 2024 and Send To 16222
১৬২২২ নম্বর হতে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
শেষ কথা
উপরিক্ত অংশে আমরা এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখার সঠিক এবং নির্ভুল লিংক দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা সহজেই রেজাল্ট দেখতে ও মার্কশিটসহ ডাউনলোড করতে পারেন।